টাটা স্টিল ২৫ কিলোমিটার কলকাতার ২৩,০০০ দৌড়বিদদের মধ্যে থাকবেন ডাবল অলিম্পিক এবং ট্রিপল বিশ্ব চ্যাম্পিয়ন চেপ্টেগেই
কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.) : দশম টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় বিশ্বজুড়েই ২৩,০০০ এরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করবেন, যেখানে দুইবারের অলিম্পিক এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া চেপ্টেগেই এই ইভেন্টের নেতৃত্ব দেবেন। ২১ ডিসেম্বর কলকাতায় বিশ্ব
টাটা স্টিল   ২৫ কিলোমিটার কলকাতার ২৩,০০০ দৌড়বিদদের মধ্যে থাকবেন ডাবল অলিম্পিক এবং ট্রিপল বিশ্ব চ্যাম্পিয়ন চেপ্টেগেই


কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.) : দশম টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় বিশ্বজুড়েই ২৩,০০০ এরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করবেন, যেখানে দুইবারের অলিম্পিক এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া চেপ্টেগেই এই ইভেন্টের নেতৃত্ব দেবেন।

২১ ডিসেম্বর কলকাতায় বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রোড রেসে উগান্ডার চেপ্টেগি এবং মহিলাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে আসেফা কেবেদে আরও ভাল বিশ্ব স্ট্যান্ডিংয়ে অংশ নেবে ৷

এমনকি প্রোমোটার প্রোক্যাম ইন্টারন্যাশনালও এবার ঘোষণা করেছে যে, যে কোনও ক্রীড়াবিদের ১:১১:০৮ সময়কালের বিশ্ব রেকর্ড ভাঙার জন্য ২৫,০০০ মার্কিন ডলার বোনাস দেওয়া হবে। এই দৌড়ে মোট ১৪২,২১৪ মার্কিন ডলার পুরস্কার থাকবে এবং পুরুষ ও মহিলা বিভাগে বিজয়ীদের জন্য সমান পুরস্কার থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande