
কলকাতা, ৯ ডিসেম্বর (হি. স.) : বাংলা বিজয় মার্চেন্ট ট্রফিতে অসমের সঙ্গে ম্যাচ ড্র করল। কাজেই মাত্র তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট। অনূর্ধ্ব - ১৬,বিজয় মার্চেন্ট ট্রফির বাংলা - অসম ম্যাচ ড্র হয়ে গেল। ভুবনেশ্বরের কেআইআইটি ক্রিকেট স্টেডিয়ামে এলিট পর্যায়ের তিনদিনের এই ম্যাচে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে বাংলাকে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল। অসমের প্রথম ইনিংসে - ১৫০ রানের জবাবে বাংলার দলগত স্কোর - ২৩৬ রান। দ্বিতীয় ইনিংসে অসম ১১১.৫ ওভারে ৩ উইকেটে - ২৫৩ রান তোলার পরেই খেলা শেষ। ওপেনার নিহাল বৈশ্য ১১৭ ও অধিনায়ক আমন যাদব ১০০ রান করে। প্রবীণ ছেত্রী, ত্রিপর্ণ সামন্ত ও বাংলার অধিনায়ক রাজেশ মণ্ডল নিয়েছে একটি করে উইকেট।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত