
শামলি, ৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শামলিতে পুলিশের গুলিতে সোমবার রাতে নিহত হয় এক দুষ্কৃতী । দুষ্কৃতীর নাম সাময়দিন ওরফে সামা।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে উত্তর প্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এবং রাজস্থানের বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে । পুলিশের তরফে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণাও করে হয়েছিল। সোমবার রাতে সামি ও তার সহযোগীরা ভৈনসানি ইসলামপুর গ্রামের একটি বন্ধ ইটভাটায় রয়েছে বলে খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুষ্কৃতী - পুলিশের মধ্যে গুলিবর্ষণ শুরু হয় । দুষ্কৃতীর গুলিতে আহত হয় এক পুলিশ আধিকারিক । চিকিৎসার জন্য তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরপর পুলিশের পাল্টা গুলিতে আহত হয় সামা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। সামার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩২ বোরের পিস্তল এবং কার্তুজ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক