
পৌরি গাড়োয়াল, ৯ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডে চিতাদের গতিবিধি যে এলাকায় বেশি সেখানে নজরদারি বাড়াচ্ছে বন বিভাগ। মঙ্গলবার বন সংরক্ষকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রধান বন সংরক্ষক ডঃ ধীরজ পাণ্ডে জানান, এনআইডি, ড্রোন ও ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে চিতার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এবার স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এই টিমে যুক্ত হবেন, যাতে চিতা শনাক্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। গ্রামাঞ্চলে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়দেরও সচেতন করা হচ্ছে। মানব–বন্যপ্রাণ সংঘাত ঘটলে টিম সঙ্গে সঙ্গে পৌঁছাবে, গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের বন বিভাগের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। বন সংরক্ষকের কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে বন সংরক্ষক আকাশ বর্মা ও ডিএফও অভিমন্যু সিং উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য