
গণ্ডাছড়া (ত্রিপুরা), ৯ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় পশু স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধলাই জেলার রইশ্যাবাড়িতে নবনির্মিত ব্লক পশু চিকিৎসা হাসপাতালের উদ্বোধন করল প্রাণী সম্পদ উন্নয়ন দফতর। মঙ্গলবার এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, দফতরের সচিব দীপা ডি. নায়ার, অধিকর্তা সন্তোষ দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
হাসপাতালের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই হাসপাতাল রইশ্যাবাড়ি ও আশপাশের গ্রামীণ–উপজাতি এলাকার কৃষক ও পশুপালকদের জন্য নির্ভরযোগ্য পশু চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সময়োপযোগী চিকিৎসা, টিকা প্রদান ও প্রতিরোধমূলক পরিষেবার মাধ্যমে গবাদি পশুর সুরক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি পশুপালকদের আর্থিক উন্নতিতেও এটি সহায়ক হবে।
তিনি আরও জানান, রাজ্যের পশু চিকিৎসা অবকাঠামোকে শক্তিশালী করা এবং প্রত্যন্ত অঞ্চলে সেবার পরিধি বাড়ানোই সরকারের মূল লক্ষ্য।
নতুন হাসপাতালের উদ্বোধনে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁদের আশা, এই উদ্যোগে গবাদি পশুর মৃত্যুহার কমবে, উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এবং ধলাই জেলার সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ