
কৈলাসহর (ত্রিপুরা), ৯ ডিসেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহরে মঙ্গলবার বড়সড় রাজনৈতিক উত্তেজনা ছড়াল মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে কংগ্রেসের দায়ের করা লিখিত অভিযোগকে ঘিরে। এদিন দুপুরে কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহার নেতৃত্বে দলের প্রতিনিধিরা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। এরপরই এলাকায় রাজনৈতিক তাপমাত্রা বেড়ে যায়।
অভিযোগে বলা হয়েছে, মন্ত্রী টিংকু রায় নাকি ভুয়ো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ব্যবহার করেছেন এবং জাল বোর্ডের নথি জমা দিয়েছেন। শুধু তাই নয়, তাঁর নামে পূর্বে থাকা ফৌজদারি মামলার তথ্যও নির্বাচন কমিশনে দাখিল করা এফিডেভিটে গোপন করা হয়েছে বলে দাবি কংগ্রেস নেতাদের।
চন্দ্রশেখর সিনহা জানান, “এটি রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে গুরুতর অপরাধ। এর সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।” এদিকে, অভিযোগ জমা দেওয়ার পর থেকেই কৈলাসহর-সহ রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ