ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা
আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার কংগ্রেস ভবনে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজ্যে তৈরি হওয়া
শচীন্দ্র লাল সিংহ


আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার কংগ্রেস ভবনে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজ্যে তৈরি হওয়া বিদ্বেষের রাজনৈতিক আবহ দূর করতে গেলে শচীন্দ্র লাল সিংহের আদর্শ ও মানবিক দর্শনকেই সামনে রেখে এগুতে হবে।

সকালে কংগ্রেস ভবনে শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই উপলক্ষ্যে আয়োজিত সভায় তার জীবনী, রাজনৈতিক কর্মধারা ও রাজ্যের প্রতি অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, শচীন্দ্র লাল সিংহ ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি জনজাতি ও বাঙালি সহ সকল সম্প্রদায়ের কাছে ‘শচীনদা’ নামে পরিচিত ছিলেন। তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক বলেo উল্লেখ করেন তিনি।

সভায় উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সমাজে সমন্বয়, সৌহার্দ্য ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে শচীন্দ্র লাল সিংহের জীবনদর্শন ও মূল্যবোধ বিশেষভাবে অনুকরণীয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande