গণপরিবহনের জেরে নিঃসরণের মাত্রা কমাতে পিএম ই-ড্রাইভ কর্মসূচি
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): পিএম ই-ড্রাইভ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হয় ২৯-০৯-২০২৪ তারিখে। এ বাবদ, প্রাথমিকভাবে ৪০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট ৯টি শহরে ১৪ হাজার ২৮টি বিদ্যুৎ চালিত বাস চালু করার লক্ষ্যে ৪,৩৯১ কোটি টাকা বরাদ্দ হয়। শহরগুলির তালিকায়
গণপরিবহনের জেরে নিঃসরণের মাত্রা কমাতে পিএম ই-ড্রাইভ কর্মসূচি


নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): পিএম ই-ড্রাইভ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হয় ২৯-০৯-২০২৪ তারিখে। এ বাবদ, প্রাথমিকভাবে ৪০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট ৯টি শহরে ১৪ হাজার ২৮টি বিদ্যুৎ চালিত বাস চালু করার লক্ষ্যে ৪,৩৯১ কোটি টাকা বরাদ্দ হয়। শহরগুলির তালিকায় কলকাতার পাশাপাশি রয়েছে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, চেন্নাই, সুরাট এবং পুনে। এই বাসগুলি চালু করা হয় সংশ্লিষ্ট রাজ্যের পরিবহন দফতরের মাধ্যমে। প্রকল্পটির লক্ষ্য গণপরিবহনের ফলে যে কার্বন নিঃসরন হয়ে থাকে তার মাত্রা কমানো।

সারা দেশে চার্জিং স্টেশন তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২ হাজার কোটি টাকা। জাতীয় মহাসড়কগুলির পাশাপাশি বড় শহরগুলিতেও গড়ে তোলা হচ্ছে এইসব চার্জিং স্টেশন।

লোকসভায় মঙ্গলবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন ভারী শিল্প দফতরের প্রতিমন্ত্রী ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা।

এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande