ত্রিপুরার সীমান্ত গ্রাম সফর করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা
করবুক (ত্রিপুরা), ৯ ডিসেম্বর (হি.স.) : সীমান্তবর্তী গ্রামগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিদর্শনের জন্য গোমতী ও দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকা সফর করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার সকালে তিনি প্রথমে করবু
সীমান্ত এলাকায় রাজ্যপাল


করবুক (ত্রিপুরা), ৯ ডিসেম্বর (হি.স.) : সীমান্তবর্তী গ্রামগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিদর্শনের জন্য গোমতী ও দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকা সফর করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

মঙ্গলবার সকালে তিনি প্রথমে করবুক মহকুমার জলেয়া ভিলেজ পরিদর্শন করেন। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষি দফতরের আধিকারিকদের তিনি এলাকায় একটি কোল্ড স্টোরেজ স্থাপনের পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষা দফতরকে একলব্য ও নবোদয় বিদ্যালয়ে ভর্তি বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এদিন রাজ্যপাল ও তাঁর পত্নী এন. রেণুকা স্থানীয়দের মধ্যে পি.আর.টি.সি, ম্যারেজ সার্টিফিকেট, সার্ভাইভেল সার্টিফিকেট, পি.ভি.সি রেশন কার্ড এবং উচ্চফলন বীজ বিতরণ করেন। ককবাকসা স্বসহায়ক দলকে ৭ লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হয়।

পরবর্তীতে রাজ্যপাল শিলাছড়াস্থিত বিএসএফ-এর বি.ও.পি পরিদর্শন করে সীমান্ত পরিস্থিতি নিয়ে জওয়ানদের সঙ্গে আলোচনা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলক কুমার চক্রবর্তী ও ব্যাটেলিয়ন কমান্ডেন্ট অজয় কুমার।

এরপর তিনি শুকনাছড়ার মহাবৌধি ইংলিশ মিডিয়াম স্কুলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে সরকারি বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন। সেখানে তিপ্রাসা স্বসহায়ক দলকে ৩ লক্ষ ও লোটাস স্বসহায়ক দলকে ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি তিনজন গ্রামবাসীর হাতে ২ লক্ষ টাকা করে ঋণের চেক তুলে দেন রাজ্যপাল।

পরিদর্শনের পুরো সময়জুড়ে তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, করবুক এসডিএম সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।

এরপর রাজ্যপাল রাপাইছড়ার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শন করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। দিনশেষে তিনি সাব্রুম মহকুমার লুধুয়া চা প্রক্রিয়াকরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, রাজ্যপালের সচিব ইউ.কে. চাকমা ও জেলাশাসক মহম্মদ সাজাদ পি.।

রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও স্থানীয় সমস্যার খোঁজখবর নিতে রাজ্যপালের এই বিস্তৃত সফর প্রশাসনের সক্রিয় ভূমিকার পরিচয় দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande