
আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি–লখনউ জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ত্রিপুরার রামনগরের চিকিৎসা শিক্ষার্থী সপ্তর্ষি দাসসহ মোট চারজন এমবিবিএস ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।
মঙ্গলবার মৃত সপ্তর্ষির রামনগরস্থিত বাসভবনে যান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন সিপিআই(এম)-এর অন্যান্য শীর্ষ নেতৃত্বও। পরিবার-পরিজনদের সান্ত্বনা জ্ঞাপন করে জীতেন্দ্র চৌধুরী বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনওভাবেই সহনীয় নয়। পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি।”
তিনি সপ্তর্ষির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার যেন দ্রুত মানসিক শক্তি সঞ্চয় করে জীবনে ফিরে দাঁড়াতে পারে, সেই আশা ব্যক্ত করেন।
সিপিআই(এম) নেতৃত্ব পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। এই হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ