সোনামুড়া মহকুমায় ১৪টি প্রকল্পের উদ্বোধন, উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী
সোনামুড়া (ত্রিপুরা), ৯ ডিসেম্বর (হি.স.) : “শিক্ষা ছাড়া কোনও জাতিরই অগ্রগতি সম্ভব নয়। অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় পৌঁছানোর একমাত্র উপায় শিক্ষা”— সোনামুড়া মহকুমা শাসকের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে এভাবেই ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন তুলে ধরল
প্রকল্প উদ্বোধন


সোনামুড়া (ত্রিপুরা), ৯ ডিসেম্বর (হি.স.) : “শিক্ষা ছাড়া কোনও জাতিরই অগ্রগতি সম্ভব নয়। অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় পৌঁছানোর একমাত্র উপায় শিক্ষা”— সোনামুড়া মহকুমা শাসকের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে এভাবেই ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি জানান, জাতি–জনজাতি অংশের মানুষের উন্নয়নে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমগ্র রাজ্যে সমান তালে উন্নয়ন এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক তফাজ্জল হোসেন, বিধায়ক বিন্দু দেবনাথ, টি.টি.এ.এ.ডি.সি.–র সদস্য পদ্মলোচন ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং পুলিশ সুপার বিজয় দেববর্মা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।

মুখ্যমন্ত্রী বলেন, সিপাহীজলা জেলায় বাল্য বিবাহ ও কিশোরীদের অকাল গর্ভধারণ রোধে ‘মিশন সংকল্প’ অভিযানের ইতিবাচক ফল মিলছে। দীর্ঘদিন অবহেলিত সিপাহীজলাকে উন্নয়নের ক্ষেত্রে অন্য জেলার সমকক্ষ করে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। এদিন মোট ১৪টি প্রকল্পের উদ্বোধন এবং ৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় ৫০ কোটি টাকার এই উন্নয়নমূলক প্রকল্পগুলিকে রাজ্য সরকারের সক্রিয় দৃষ্টিভঙ্গির উদাহরণ হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, উত্তর–পূর্বাঞ্চলে ত্রিপুরা আজ জিএসডিপিতে দ্বিতীয় স্থানে। পঞ্চায়েত দফতর উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় পর্যায়ে ৭টি পুরস্কার পেয়েছে। নীতি আয়োগের রিপোর্টেও ত্রিপুরা প্রথম সারিতে অবস্থান করছে। প্রধানমন্ত্রীর প্রেরণায় রাজ্যে ৫৪ হাজারের বেশি মহিলা স্ব-সহায়ক দল গঠিত হয়েছে, যেখানে যুক্ত আছেন প্রায় ৪ লক্ষ ৭৬ হাজার মহিলা। ইতোমধ্যেই ‘লাখপতি দিদি’ হয়েছেন ১ লক্ষ ৮ হাজার মহিলা।

উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, সোনামুড়ার ইতিহাসে একই দিনে এতগুলি প্রকল্পের উদ্বোধন নজিরবিহীন। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, ছাত্রছাত্রী এবং জনজাতিদের উন্নয়নে সারা রাজ্যে আবাস নির্মাণ ও স্কলারশিপে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যে ১৪টি প্রকল্পের উদ্বোধন করেন তার মধ্যে রয়েছে কমলনগর পি.এইচ.সি.–র নতুন ভবন, মেলাঘর মহকুমা হাসপাতালের ও.পি.ডি. কমপ্লেক্স, বক্সনগরে সংখ্যালঘু ছাত্রীনিবাস, একাধিক বিদ্যালয়ের নতুন ভবন, বিভিন্ন তহশিল অফিস এবং ব্লক পাবলিক হেলথ ইউনিট। এছাড়া কাঁঠালিয়ায় কমিউনিটি হেলথ সেন্টার, গোমতী নদীর উপর আরসিসি ফুট ব্রিজ এবং কমলনগর পি.এইচ.সি.–র সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande