
সিরসা, ৯ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার সিরসায় পুলিশের তৎপরতায় মঙ্গলবার গ্রেফতার তিন মাদক পাচারকারী । ধৃতদের নাম সুখজিৎ কৌর, ইন্দ্রা এবং রঘুবীর সিং । এদের মধ্যে ইন্দ্রা সিরসার বাসিন্দা এবং রঘুবীর সিং ঝান্ডা কালানের বাসিন্দা।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিরসার এমসি কলোনি এলাকায় এক মহিলাকে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ওই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয় । তল্লাশিতে উদ্ধার হয় ৭ গ্রাম ৬৮ মিলিগ্রাম মাদক ( হেরোইন) । ধৃত সুখজিৎ কৌরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ ।
অন্যদিকে , পুলিশের তল্লাশিতে সিরসার বাসিন্দার থেকে উদ্ধার হয় ৬ গ্রাম ৫২ মিলিগ্রাম মাদক (হেরোইন) ও বারুওয়ালি রোড টি-পয়েন্ট থেকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয় রঘুবীর সিং। ধৃত রঘুবীরের কাছ থেকে উদ্ধার হয় ৭ গ্রাম ৩৫ মিলিগ্রাম মাদক (হেরোইন) । ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক