বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, ফতেহাবাদে গ্রেফতার মহিলা
ফতেহাবাদ, ১ জানুয়ারি (হি.স.) : বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাতিয়া থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করেছে। এই মামলায় এর আগে আরও তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, হিসার জেলার দিয়ায় গ্রামের বা
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, ফতেহাবাদে গ্রেফতার মহিলা


ফতেহাবাদ, ১ জানুয়ারি (হি.স.) : বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাতিয়া থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করেছে। এই মামলায় এর আগে আরও তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, হিসার জেলার দিয়ায় গ্রামের বাসিন্দা কৃষ্ণা দেবী অভিযোগ করেন, তাঁর ছেলে সুনীলের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই অভিযুক্ত ও তার সহযোগীরা তাঁর কাছ থেকে মোট ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা রাতিয়ার ফতেহাবাদ রোডের একটি হোটেলে ডেকে প্রথমে ৬০ হাজার টাকা নেয় এবং পরে কোনও বিয়ের ব্যবস্থা না করেই পালিয়ে যায়।

পুলিশ তদন্তের পর রাতিয়ার বার্জ নাউ এমপ্লয়িজ কলোনির বাসিন্দা অভিযুক্ত ছিন্দর কৌরকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande