নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের জন্য একটি চমৎকার ২০২৬ সাল কামনা করেছেন। সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, সকলের জ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের জন্য একটি চমৎকার ২০২৬ সাল কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, সকলের জন্য একটি চমৎকার ২০২৬ সালের শুভেচ্ছা। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন বছর সকলের জন্য সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি বলেন, তিনি মানুষের প্রচেষ্টায় সাফল্য এবং তাঁদের সমস্ত কাজে পরিপূর্ণতার জন্য প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী সমাজে শান্তি ও সুখের জন্যও প্রার্থনা করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande