
মুম্বই, ১ জানুয়ারি (হি.স.): বৃষ্টিভেজা সকাল দিয়ে নতুন বছর শুরু হল মুম্বইয়ে। নতুন বছরে নানা পরিকল্পনা থাকে সকলের। ঘুরতে যাওয়া, পিকনিকের পরিকল্পনা থাকে। তার মধ্যে সকাল ৬টা বাজতেই বেশ কয়েকটি এলাকায় তীব্র ও কয়েকটি জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। যদিও বেশিক্ষণ বৃষ্টি চলেনি। সমাজ মাধ্যমে অপ্রত্যাশিত আবহাওয়া নিয়ে নানা কমেন্ট, ভিডিয়ো ছড়িয়ে পড়ে। কেউ বৃষ্টিভেজা সকালে স্মৃতিকাতর হয়ে মন খারাপের কথা লেখেন। কেউ আবার মনোরম আবহাওয়া নতুন বছর ভাল কাটানোর ইঙ্গিতবাহী বলে পোস্ট করেন।
আরব সাগরের তীরে অবস্থিত মুম্বই নতুন বছরের শুরুতেই ভিজল অকাল বৃষ্টিতে। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের একাধিক এলাকায় বৃষ্টি হয়। কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি আবার কোথাও ছিল ইলশেগুড়ি। এ দিনের আচমকা বৃষ্টিতে সমস্যায় পড়েন পথচলতি মানুষ। তবে এই বৃষ্টি ১৫ থেকে ২০ মিনিটের বেশি হয়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ