
সাব্রুম (ত্রিপুরা), ১ জানুয়ারি (হি.স.) : নতুন বছরের প্রথম দিনেই দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশ পেল আইন-শৃঙ্খলার সাফল্যের চিত্র। এক সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার মোরিয় কৃষ্ণা সি জানান, ২০২৫ সালে দক্ষিণ ত্রিপুরা জেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে যেখানে ৩৪৯টি মামলা নথিভুক্ত হয়েছিল, সেখানে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ২৬৮। অপরাধ কমেছে প্রায় ২৩.৫ শতাংশ।
পুলিশ সুপার মোরিয় কৃষ্ণা সি জানান, শারীরিক আঘাতজনিত অপরাধ কমেছে ৪৫.৩৪ শতাংশ এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমেছে ২৭.২৭ শতাংশ। এর জন্য তিনি কার্যকর পুলিশি উদ্যোগ ও উন্নত আইন-শৃঙ্খলা ব্যবস্থাকেই কৃতিত্ব দেন। সম্প্রদায়ভিত্তিক পুলিশি ব্যবস্থা আরও মজবুত হয়েছে—‘প্রয়াস’ বৈঠকের সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ। ফলে পুলিশ-জনগণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে জানান তিনি।
সড়ক নিরাপত্তায় এসেছে উল্লেখযোগ্য উন্নতি। সড়ক দুর্ঘটনা কমেছে ১৫.৬২ শতাংশ, আর প্রাণঘাতী দুর্ঘটনা হ্রাস পেয়েছে ৪১.৪ শতাংশ। ট্র্যাফিক আইন প্রয়োগ জোরদার হওয়ায় জরিমানা ও লাইসেন্স বাজেয়াপ্তের হার বৃদ্ধি পেয়েছে।
মাদক বিরোধী অভিযানে জেলাজুড়ে সক্রিয় ভূমিকা নিয়েছে পুলিশ। এনডিপিএস আইনে মামলা বৃদ্ধি ও বিপুল পরিমাণ মাদক জব্দের বিষয়টি তুলে ধরে পুলিশ সুপার জানান, এই সাফল্য মুখ্যমন্ত্রীর ‘নেশা মুক্ত ত্রিপুরা অভিযান’–এরই ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, ২০২৬ সালে দক্ষিণ ত্রিপুরা জেলাকে আরও নিরাপদ করতে অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান ও প্রযুক্তিনির্ভর পুলিশি ব্যবস্থা আরও জোরদার করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ