ফ্ল্যাশ : পঞ্জাবের হোশিয়ারপুরে বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত ৪ যুবক
হোশিয়ারপুর, ১০ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের হোশিয়ারপুরে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ যুবকের। গাড়িতে থাকা একজন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।
---------------
10 Jan 2026 11:50:53
Total Views |
হোশিয়ারপুর, ১০ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের হোশিয়ারপুরে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ যুবকের। গাড়িতে থাকা একজন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।