
কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.): আর মাত্র দশ দিনের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টেয় সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এবারের মেলায় যাতায়াতের ক্ষেত্রে যোগ হয়েছে এক নতুন পালক— এই প্রথম সরাসরি মেট্রো পরিষেবা মিলবে হাওড়া থেকে।থিম কান্ট্রি আর্জেন্টিনা ও তোরণ ভাবনা
এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। মেলার মোট ৯টি তোরণের মধ্যে দুটি তৈরি হচ্ছে আর্জেন্টিনার স্থাপত্যশৈলীর আদলে।
এছাড়াও বরেণ্য ব্যক্তিত্বদের সম্মান জানাতে তৈরি হচ্ছে বিশেষ তোরণ ।
প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় ও প্রতুল মুখোপাধ্যায়ের নামে থাকছে দুটি তোরণ।
শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ তোরণ।
লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটি উৎসর্গ করা হয়েছে কবি রাহুল পুরকায়স্থর নামে।
শিশু মণ্ডপটি শিল্পী ময়ুখ চৌধুরীর জন্মশতবর্ষে তাঁর নামাঙ্কিত করা হয়েছে।
রেকর্ড ভিড়ের সম্ভাবনা ও মেট্রো পরিষেবা
২৩ থেকে ২৬ জানুয়ারি টানা ৪ দিনের ছুটি থাকায় এবার রেকর্ড ভিড়ের পূর্বাভাস দিচ্ছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ও সম্পাদক। এই প্রথম দর্শনার্থীরা হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সরাসরি মেট্রো করে মেলা প্রাঙ্গণে পৌঁছাতে পারবেন। ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রো, বিশেষ টিকিট বুথ এবং ডিজিটাল পেমেন্টের বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।
মেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশক ও সংস্থার সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় এবারের মেলা হবে আরও আধুনিক। বইমেলার নিজস্ব অ্যাপ, কিউআর কোড সুবিধা এবং ভার্চুয়াল সম্প্রচারের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মেলার স্বাদ নিতে পারবেন পাঠকরা।
সব মিলিয়ে এক বর্ণাঢ্য এবং প্রযুক্তিনির্ভর বই-পার্বণের অপেক্ষায় এখন তিলোত্তমা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত