
কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.): স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবসে যুবসমাজকে স্মার্টফোনের আসক্তি থেকে বের করে আনতে দেশব্যাপী এক অভিনব প্রচার অভিযান শুরু করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে সোমবার এই ‘স্ক্রিন টাইম টু অ্যাক্টিভিটি টাইম’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এবিভিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রজন্মের ছাত্র ও যুবকরা দিনে গড়ে ৮ থেকে ৯ ঘণ্টা সময় ডিজিটাল ডিভাইসে কাটাচ্ছেন। এই অতিরিক্ত ‘স্ক্রিন টাইম’ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা করতেই সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
যুবসমাজকে ডিজিটাল জগত থেকে বাস্তব জীবনে ফিরিয়ে আনতে তিনটি মূল মন্ত্র তুলে ধরা হয়েছে, ১. স্ক্রিন টাইম টু গ্রিন টাইম: মোবাইল ছেড়ে প্রকৃতির কাছাকাছি আসা। ২. স্ক্রিন টাইম টু প্লে টাইম: ভার্চুয়াল গেম ছেড়ে খেলার মাঠে যোগ দেওয়া। ৩. মিল উইদাউট রিল: খাওয়ার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা।
প্রসঙ্গত, হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এবিভিপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ড. বীরেন্দ্র সিং সোলাঙ্কি এই অভিযানের পোস্টার উন্মোচন করেন। তিনি বলেন, “প্রযুক্তি প্রয়োজনীয়, কিন্তু তার অতি-ব্যবহার আমাদের সৃজনশীলতা কেড়ে নিচ্ছে। ছাত্রসমাজকে এই উদ্যোগকে একটি গণআন্দোলনে পরিণত করতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সভাপতি শিবা পালেপু সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের দাবি, স্ক্রিন টাইম কমিয়ে ক্রীড়া, সমাজসেবা ও সৃজনশীল কাজে সময় দিলেই যুবশক্তির সর্বাঙ্গীণ বিকাশ সম্ভব হবে। জাতীয় যুব দিবসে শুরু হওয়া এই প্রচার অভিযান আগামী দিনে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত