
মুর্শিদাবাদ, ১২ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, বাংলার শাসক দল সাধারণ মানুষের জন্য মোটেও কাজ করে না। সোমবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, বাংলার শাসক দল বাংলার সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ করছে না। আমরা আশা করেছিলাম (শীতকালীন অধিবেশনের সময়) অনেক বিষয় উত্থাপিত হবে, কিন্তু কিছুই হয়নি। রাজ্য সরকার কেবল নিজেদের নেতাদের রক্ষা করার চেষ্টা করে চলেছে, যেমনটি ইডির কর্মকাণ্ডেও দেখা গেছে।।বাংলায় এভাবেই চলছে। সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলির দিকে কেউ মনোযোগ দেয় না। বাংলা থেকে লক্ষ লক্ষ শ্রমিক কর্মসংস্থানের সন্ধানে ভারতের প্রতিটি প্রান্তে পাড়ি জমাচ্ছে। এখানে কোনও শিল্প নেই, শিক্ষা নেই, চাকরি নেই। ভারতে বাংলা একটি পিছিয়ে পড়া রাজ্য হিসেবে স্বীকৃত, যা আমাদের জন্য বেদনাদায়ক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ