বৃদ্ধের মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক কালিয়াগঞ্জে
উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি (হি.স.) : কালিয়াগঞ্জে এসআইআর আতঙ্কে ফের মৃত্যু বলে প্রচারের চেষ্টা চলছে। মৃতের নাম লক্ষ্মীকান্ত রায়। যদিও এলাকাবাসীর একাংশের দাবি, কোনও অস্বাভাবিক মৃত্যু হলেই সেটার কারণ এসআইআর-এর সঙ্গে জুড়ে দেওয়ার হাস্যকর চেষ্টা হচ্ছে
বৃদ্ধের মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক কালিয়াগঞ্জে


উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি (হি.স.) : কালিয়াগঞ্জে এসআইআর আতঙ্কে ফের মৃত্যু বলে প্রচারের চেষ্টা চলছে। মৃতের নাম লক্ষ্মীকান্ত রায়। যদিও এলাকাবাসীর একাংশের দাবি, কোনও অস্বাভাবিক মৃত্যু হলেই সেটার কারণ এসআইআর-এর সঙ্গে জুড়ে দেওয়ার হাস্যকর চেষ্টা হচ্ছে।

সূত্রের খবর, সোমবার দুপুরে হাঁটতে বেরিয়ে রাস্তায় পড়ে যান তিনি। তারপরেই মৃত্যু। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে শুনানির নোটিস পেয়েই তীব্র আতঙ্কে ভুগছিলেন তিনি। ভোটাধিকার হারানোর আশঙ্কা যেন সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছিল পঞ্চাশোর্ধ লক্ষ্মীকান্ত রায়কে। ভয়ে-সন্ত্রস্তে গত কয়েকদিন ধরে কাজকর্মও বন্ধ করে নিজের বাড়িতেই কার্যত সারাক্ষণ জড়সড় হয়ে গুটিয়ে থাকতেন তিনি।

২০০২ এর ভোটার তালিকায় নাম না থাকায় আগামী ১৯ জানুয়ারি স্ত্রী ও ছেলের সঙ্গে বিডিও কার্যালয়ে শুনানিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সোমবার দুপুরে মারা যান তিনি।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের এক আধিকারিক এই প্রতিবেদককে বলেন, যে কোনও অস্বাভাবিক মৃত্যু হলেই রাজ্যের শাসক দলের তরফে সেটার কারণ এসআইআর-এর সঙ্গে জুড়ে দেওয়ার হাস্যকর চেষ্টা হচ্ছে। এই দাবির কোনও ভিত্তি নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande