
ওয়াশিংটন, ১২ জানুয়ারি (হি.স.): গ্রিনলান্ডের দিকেই নজর আমেরিকার, ফের তা বুঝিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি আমরা গ্রিনল্যান্ড না নিই, তাহলে রাশিয়া বা চিন গ্রিনল্যান্ড দখল করবে। আর আমি তা হতে দেব না। আমি তাঁদের (গ্রিনল্যান্ড) সঙ্গে একটি চুক্তি করতে চাই। এটা সহজ। কিন্তু যে কোনও ভাবে না হোক, আমরা গ্রিনল্যান্ড পাবোই।
ট্রাম্প আরও বলেন, আমি ন্যাটোকে বাঁচানোর কেউ নই। আমিই তাদের জিডিপির ৫.৫% দিতে বাধ্য করেছিলাম। এটা ছিল ২%, আর তারা টাকা দেয়নি। এখন তারা ৫% দিচ্ছে। আমিই ন্যাটোকে বাঁচাই। আমি যদি রাষ্ট্রপতি না হতাম তাহলে তোমাদের ন্যাটো থাকত না। হয়তো ন্যাটো বিরক্ত হত যদি আমি এটা করতাম (যদি আমি আমেরিকাকে ন্যাটো থেকে বের করে আনি)। আমি ন্যাটোকে পছন্দ করি। আমি শুধু ভাবছি, তারা আমাদের জন্য থাকবে কিনা। আমরা ন্যাটোতে অনেক টাকা ব্যয় করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ