১৭ই মালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা, ১২ জানুয়ারি (হি. স. ) :“১৭ জানুয়ারি মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই তিনি একটি জনসভায় অংশ নিয়ে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।” সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১২ জানুয়ারি (হি. স. ) :“১৭ জানুয়ারি মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই তিনি একটি জনসভায় অংশ নিয়ে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।” সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন, রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

তিনি বলেন, “এই রেল সংযোগের মাধ্যমে বালুরঘাট, রায়গঞ্জ, আলিপুরদুয়ার ও মালদার সঙ্গে দক্ষিণ ভারতের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষের দাবি ছিল।”

শমীকবাবু জানান, চলতি বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ বিশেষত উত্তরবঙ্গের জন্য একটি বড় প্রাপ্তি এসেছে। ১৭ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ পাচ্ছে বন্দে ভারতের ফার্স্ট স্লিপার ক্লাস ট্রেন, যা কলকাতা থেকে কামাখ্যা পর্যন্ত চলবে। এর পাশাপাশি ছয়টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হতে চলেছে। এগুলো বিশেষভাবে পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। ট্রেনগুলির গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যাতে যাত্রীরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

শমীক ভট্টাচার্য বলেন, উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থানের কারণে বহু রোগীকে চিকিৎসার জন্য দীর্ঘ ও ব্যয়বহুল যাত্রা করতে হয়। নতুন এই রেল সংযোগের ফলে সাধারণ ও প্রান্তিক মানুষের চিকিৎসা, কর্মসংস্থান ও যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা হবে। নন-এসি হওয়া সত্ত্বেও ট্রেনগুলির আধুনিক নকশা ও উন্নত গতি সাধারণ মানুষের জন্য এগুলিকে আরও সাশ্রয়ী ও ব্যবহারযোগ্য করে তুলবে বলে তিনি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande