স্বামীজীর বাড়ির সামনে অভিষেকের পোস্টার, সরল অভিষেকের নির্দেষেই, তোপ বিজেপি-র
কলকাতা, ১২ জানুয়ারি (হি. স. ) : স্বামী বিবেকান্দের জন্মদিবসের সকাল থেকে বিতর্ক তৈরি হয়েছিল একটি পোস্টার ঘিরে। সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক ভিটের আশপাশ মুড়ে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ পোস্টার দিয়ে। তাতে লেখা, ‘স্বাগতম যুবরাজ’। যদ
স্বামীজীর বাড়ির সামনে অভিষেকের পোস্টার, সরল অভিষেকের নির্দেষেই, তোপ বিজেপি-র


কলকাতা, ১২ জানুয়ারি (হি. স. ) : স্বামী বিবেকান্দের জন্মদিবসের সকাল থেকে বিতর্ক তৈরি হয়েছিল একটি পোস্টার ঘিরে। সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক ভিটের আশপাশ মুড়ে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ পোস্টার দিয়ে। তাতে লেখা, ‘স্বাগতম যুবরাজ’। যদিও অভিষেক যাওয়ার আগেই সরিয়ে দেওয়া হয় পোস্টারগুলো। এ নিয়ে তোপ দেগেছে বিজেপি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘আমি ৩৩ বছর ধরে এখানে আসি। প্রত‍্যেক বছর স্বামীজির জন্মদিনে আমি হোর্ডিং দিই। তাতে নিজের নামটা পর্যন্ত লিখতে দিই না। আর এদের ঔদ্ধত্য কোথায় গিয়েছে! মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে ‘যুবরাজ’ লিখছে!’’ শুভেন্দু বলেন, ‘‘আমি শুনেছি, এখানকার প্রধান মহারাজ আর কারও ছবি লাগাতে কাউন্সিলরদের বারণ করেছিলেন। তার পরেও এরা শোনেনি।’’

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ভাষা ছিল আরও আক্রমণাত্মক। তিনি বলেছিলেন, ‘‘একসময় এখানে স্বামীজি ঘুরে বেড়াতেন। এখন কয়লাচোর, গরুচোরেরা ঘুরে বেড়ায়। বাংলার মানুষের উচিত এদের উৎখাত করা। না হলে বিবেকানন্দের মতো প্রতিভা এই মাটিতে আর দেখা যাবে না।’’

প্রাথমিক ভাবে তৃণমূল আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিজেপি-কে বিঁধেছিল। কিন্তু বিতর্কের জল যে গড়াবে, সেই অনুমান শাসকদলের নেতাদের মধ্যেও ছিল। একাধিক মুখপাত্র প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছিলেন। তবে বিকাল গড়াতেই পদক্ষেপ করেন স্বয়ং অভিষেক। সরিয়ে দেওয়া হয় সব পোস্টার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande