
বীরভূম, ১২ জানুয়ারি (হি. স. ) : বন্ধ দেউচা-পাচামির সমস্ত খনন কাজ৷ প্রায় ১২ একর জমিতে রাতারাতি যে খনন কাজ শুরু হয়েছিল। রবিবার থেকে তা সম্পূর্ণ রূপে বন্ধ করে দিল দেউচা-পাচামি খনির দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগম লিমিটেড বা ডাব্লিউবিপিডিসিএল৷
সূত্রের খবর, মূলত, পুরনো দরপত্র বাতিল হওয়ার পর, নতুন করে দরপত্র তোলার প্রক্রিয়া শুরু না-হওয়ার জেরেই সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনির ভবিষ্যৎ বিশ বাঁও জলে ৷
এই প্রসঙ্গে বীরভূমের জেলাশাসক ধবল জৈনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না ৷ তবে, কাজ স্থগিত হয়নি৷ জেলাশাসক কাজ স্থগিত হয়নি বলে দাবি করলেও, দেউচা-পাচামিতে বর্তমানে যে ব্যাসল্ট শিলা তোলার কাজ চলছিল ১২ একর জমিতে, অনিয়মের অভিযোগে সেই কাজের বরাত পাওয়া 'ব্যাসাল্ট মাইনিং প্রাইভেট লিমিটেড'-এর দরপত্র বাতিল হয়েছে৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত