
বাসন্তী , ১২ জানুয়ারি (হি. স.) : ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাসন্তীর সজনেতলা গ্রামের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মোরসেলিম সর্দার(২০)। সোমবার সকালেই তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছয় বাসন্তীর গ্রামে। মহারাষ্ট্রে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মোরসেলিমের। একদিকে যেমন এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, তেমনি পরিবারের সদস্যদের দাবি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণেই খুন করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে।
গত ১৯ শে ডিসেম্বর গ্রামের কয়েকজন যুবকের সাথে মহারাষ্ট্রে পাথর ভাঙার কাজে গিয়েছিলেন মোরসেলিম। সেখানে কাজে গিয়ে গত চারদিন ধরে নিখোঁজ ছিল সে। সঙ্গীরা স্থানীয় থানায় এ বিষয়ে নিখোঁজ ডাইরি করেন। কিন্তু মঙ্গলবার সকালে একটি ঝোপের মধ্যে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মোরসেলিমের দেহ। পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটা খুন না আত্মহত্যা সে বিষয়ে মহারাস্ট্র পুলিশ পরিবারকে কিছুই জানায় নি বলে দাবি তাঁদের। এদিকে পরিবারের সদস্যরা দাবি করেছেন খুন করা হয়েছে মোরসেলিমকে। তাঁদের দাবি, ঘটনার তদন্ত করে সত্য উদ্ঘাটন করুক পুলিশ। মৃতের কাকা আমির আলি সর্দার বলেন, “ আমরা বাঙালি বলেই এই খুন করা হয়েছে। বাংলায় কথা বলার কারণে খুন করা হয়েছে আমাদের ছেলেকে। পুলিশ সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করুক।”
এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজী বলেন, “ শুধু মহারাষ্ট্র নয়, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানেই বাঙালিদের উপর এই অত্যাচার চলছে। আমরা এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছে।” পাল্টা বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেন, “ এই মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে বলেই আমার মনে হয়, এটা নিয়ে রাজনীতি করতে ও মহারাষ্ট্রের বিজেপি সরকারকে বদনাম করতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা