এফকন: গ্যাবন সরকার আউবামেয়াং এবং জাতীয় দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে
লিব্রভিল, ১৩ জানুয়ারি (হি.স.): গ্যাবনের ফুটবল অ্যাসোসিয়েশন জাতীয় দলের উপর সরকারি ব্যবস্থা ঘোষণা করেছে এবং আফ্রিকা কাপ অফ নেশনস থেকে তাদের প্রাথমিক বিদায়ের পর স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেয়াং-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। গ্যাব
এফকন: গ্যাবন সরকার আউবামেয়াং এবং জাতীয় দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে


লিব্রভিল, ১৩ জানুয়ারি (হি.স.): গ্যাবনের ফুটবল অ্যাসোসিয়েশন জাতীয় দলের উপর সরকারি ব্যবস্থা ঘোষণা করেছে এবং আফ্রিকা কাপ অফ নেশনস থেকে তাদের প্রাথমিক বিদায়ের পর স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেয়াং-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

গ্যাবন তাদের গ্রুপ এফ-এর সবকটি খেলায় ক্যামেরুন, মোজাম্বিক এবং মরক্কোতে শিরোপাধারী আইভরি কোস্টের কাছে হেরেছে, তার আগে ক্রীড়ামন্ত্রী টেলিভিশনে জাতীয় দলের অধিনায়ক আউবামেয়াং এবং ডিফেন্ডার ব্রুনো ইকুয়েল মাঙ্গার বরখাস্তের ঘোষণা করেন।

তবে, গ্যাবনের নতুন ক্রীড়ামন্ত্রী পল উলরিচ কেসানি এফএ-এর স্থগিতাদেশের কারণ হতে পারে এমন ব্যবস্থাগুলি তুলে নিয়েছেন, কারণ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালনায় সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

সোমবার এক বিবৃতিতে গ্যাবন এফএ জানিয়েছে, আফ্রিকা কাপ অফ নেশনস-এ জাতীয় দলের অসন্তোষজনক ফলাফলের পর জাতীয় দলের উপর থেকে স্থগিতাদেশের সরকারি পদক্ষেপ প্রত্যাহার করা হয়েছে, পাশাপাশি খেলোয়াড় পিয়েরে-এমেরিক আউবামেয়াং এবং ব্রুনো ইকুয়েল মাঙ্গাকেও বাদ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande