কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো অভিষেকের
কোচবিহার, ১৩ জানুয়ারি (হি.স.): মদনমোহন মন্দিরে পুজো দিতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কোচবিহার এবিএন শীল কলেজ ময়দানে কপ্টার থেকে নামেন তিনি। সেখান থেকে গাড়িতে মদনমোহন মন্দিরে পৌঁছন। রাস্তায় পেতে রা
কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো অভিষেকের


কোচবিহার, ১৩ জানুয়ারি (হি.স.): মদনমোহন মন্দিরে পুজো দিতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কোচবিহার এবিএন শীল কলেজ ময়দানে কপ্টার থেকে নামেন তিনি। সেখান থেকে গাড়িতে মদনমোহন মন্দিরে পৌঁছন। রাস্তায় পেতে রাখা হয়েছিল সবুজ কার্পেট। আগে থেকেই মন্দিরে পুজোর ডালা তৈরি করে রাখা হয়। সেখানে পুজো দেন ডায়মন্ড হারবারের সাংসদ। মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানে থাকা অন্য বিগ্রহও দর্শন করেন তিনি। সকাল থেকেই কড়া নিরপত্তা ছিল গোটা এলাকায়। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের ঘুঘুমারি এলাকায় সভার উদ্দেশে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সভামঞ্চে পৌঁছন তিনি। মঙ্গলবার বেলা ২ টো নাগাদ কোচবিহার দক্ষিণ বিধানসভার কদমতলায় ফুটবল খেলার মাঠে 'রণ সংকল্প' সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande