দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে : অমিত শাহ
গান্ধীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তিনি ২৬৭ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর গান
অমিত শাহ


গান্ধীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তিনি ২৬৭ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর গান্ধীনগর জেলার মানসায় এক জনসভায় ভাষণ দেন।

অমিত শাহ বলেন, সরকার ২০৪৭ সালের মধ্যে ভারতকে প্রতিটি ক্ষেত্রে বিশ্বগুরু করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উপলক্ষে তিনি সোমনাথ মন্দিরকে দেশের পরিচয় এবং আত্মসম্মানের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, মন্দিরের হাজার বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আত্মসম্মানের এই উত্তরাধিকার তুলে ধরার জন্য সরকার সারা বছর ধরে সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande