
কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): বাংলাদেশে ফের খুন এক হিন্দু যুবক। এবার প্রাণ গেল সমীর দাসের। ভারতের প্রতিবেশী এই দেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় মহম্মদ ইউনূস সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা সমীর কুমার দাসকে গত ১১ জানুয়ারি হত্যা করা হয়েছে। ফেনী পুলিশের সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলামের মতে, নিহত যুবক রবিবার রাতে নিজের অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু পরে নিখোঁজ হন। ভোররাত ২টো নাগাদ তার মরদেহ উদ্ধার করা হয়। ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, সমীর কুমার দাস সেদিন রাত ৮টার পর নিজের অটোরিক্সা নিয়ে বাইরে গিয়েছিলেন, কিন্তু এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার কথা উল্লেখ করে বিজেপি নেতা অমিত মালব্য মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্মমতার অভিযোগে এনে আক্রমণ শানান। তিনি দাবি করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের জীবনের কোনও মূল্য নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে মালব্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হিন্দু এবং খ্রিস্টান ও বৌদ্ধ-সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া এবং ক্ষতিগ্রস্তদের কোনও আশ্বাস না দেওয়ার অভিযোগ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ