
উত্তর ২৪ পরগনা, ১৩ জানুয়ারি ( হি. স.) : জেজেআই জুট মিল অবিলম্বে খোলার দাবিতে সোমবার সকাল থেকে তীব্র আন্দোলনে নামলেন মিলের শ্রমিকরা। মিল গেটের সামনে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ দেখান তাঁরা। এই কর্মসূচিতে শ্রমিকদের পাশাপাশি উপস্থিত ছিল তাঁদের ছোট ছোট সন্তানরাও। শিশুরা থালা বাজিয়ে মিল খুলে দেওয়ার আবেদন জানায় কর্তৃপক্ষের কাছে। বিক্ষোভের নেতৃত্ব দেয় বামেদের শ্রমিক সংগঠন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রাতে হঠাৎ করেই মিল কর্তৃপক্ষ মিল বন্ধের নোটিশ টাঙিয়ে উৎপাদন বন্ধ করে দেয়।মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে একযোগে কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, “সিপিএম এবং তৃণমূল জুট শিল্পকে একেবারে শেষ করে দিয়েছে।” থালা বাজিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তাঁর কটাক্ষ, “জুট শিল্প বাঁচাতে বামেদের হুঁশ অনেক দেরিতে ফিরেছে। সময়মতো পদক্ষেপ নিলে আজ শিল্পের এই দুরবস্থা হত না।”একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি ও ইএসআই ঠিকমতো দেওয়া হয় না। মিলগুলিতে স্থায়ী শ্রমিকের বদলে ঠিকা শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে বলেও দাবি তাঁর। জুট শিল্পকে বাঁচাতে সব শ্রমিক সংগঠনকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান অর্জুন সিং।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়