
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): গত ১০ মে থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল, কিন্তু দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এমনটাই জানালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান বলেন, ২০২৫ সালে ৩১ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছিল, যার মধ্যে ৬৫ শতাংশ ছিল পাকিস্তানি, যার মধ্যে পহেলগাম হামলার তিনজন অপরাধীকে অপারেশন মহাদেবে নিষ্ক্রিয় করা হয়েছিল। সক্রিয় স্থানীয় সন্ত্রাসীরা এখন একক সংখ্যায় রয়েছে। সন্ত্রাসী নিয়োগ প্রায় নেই বললেই চলে, ২০২৫ সালে মাত্র ২ জন। জম্মু ও কাশ্মীরে ইতিবাচক পরিবর্তনের স্পষ্ট সূচকগুলির মধ্যে রয়েছে শক্তিশালী উন্নয়নমূলক কর্মকাণ্ড, পর্যটন পুনরুজ্জীবন এবং শান্তিপূর্ণ শ্রী অমরনাথ যাত্রা, যেখানে ৪ লক্ষেরও বেশি তীর্থযাত্রী পাঁচ বছরের গড় ছাড়িয়ে গেছে।
সেনাপ্রধান আরও বলেন, উত্তর সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে ক্রমাগত নজরদারি প্রয়োজন। নতুন করে যোগাযোগ এবং আত্মবিশ্বাস তৈরির পদক্ষেপ পরিস্থিতির ধীরে ধীরে স্বাভাবিকীকরণে অবদান রাখছে, যার ফলে উত্তর সীমান্তে পশুপালন, জলচিকিৎসা শিবির এবং অন্যান্য কার্যক্রমও সম্ভব হয়েছে। এই সীমান্তে আমাদের অব্যাহত কৌশলগত অভিমুখের সঙ্গে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আমাদের মোতায়েন ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী রয়েছে। একইসঙ্গে সামগ্রিক সরকারের দৃষ্টিভঙ্গির মাধ্যমে সক্ষমতা উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নতির কাজ এগিয়ে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ