
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে চলতি বছর এক বিশেষ আমন্ত্রণ পত্র তৈরি করেছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের জন্যে তৈরি করা হয়েছে এই আমন্ত্রণ পত্র। এই আমন্ত্রণ পত্রের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের দক্ষ কারিগরদের নিপুণ শিল্পশৈলী বিশ্বের দরবারে তুলে ধরতেই এই প্রয়াস। রাষ্ট্রপতি ভবনের অভিনব এই প্রয়াস ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।
এই বছরের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ‘অ্যাট হোম’ সংবর্ধনার জন্য রাষ্ট্রপতি ভবন অতিথিদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণপত্রটি অষ্টলক্ষ্মী রাজ্যের দক্ষ কারিগরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর একটি প্রয়াস। যারা উত্তর-পূর্বের প্রাচীন জ্ঞান এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে চলেছেন। এই আমন্ত্রণপত্রটি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্যকে তুলে ধরে, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ