আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধরনার পরিকল্পনা, হাই কোর্টে বিজেপি-র অনুমতি মঞ্জুর
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স. ) : আইপ্যাকে ইডি তল্লাশির সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া-সহ প্রশাসনিকভাবে তদন্তে বাধার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। এবার তার প্রতিবাদে নবান্নের সামনে ধরনায় বসতে চায় তারা। রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সাম
আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধরনার পরিকল্পনা, হাই কোর্টে বিজেপি-র অনুমতি মঞ্জুর


কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স. ) : আইপ্যাকে ইডি তল্লাশির সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া-সহ প্রশাসনিকভাবে তদন্তে বাধার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। এবার তার প্রতিবাদে নবান্নের সামনে ধরনায় বসতে চায় তারা।

রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে এই ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। এনিয়ে বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন পদ্মনেতারা। জানা গিয়েছে, তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। তবে কবে শুনানি, তা এখনও জানা যায়নি।

গত ৮ জানুয়ারি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, ওইসব তাঁর দলের নথিপত্র। তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেসব ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি, এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে গেলেন।

মুখ্যমন্ত্রীর এই ভূমিকার সমালোচনা করে বিরোধী দল বিজেপি। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা দিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande