
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স. ): মঙ্গলবার রাজ্যের বিজেপি নেতৃত্ব নানা জায়গায় জনসেবায় বিভিন্ন কর্মসূচিতে ছিলেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর উপর এবং বিজেপি কর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার বিজেপি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ডাকে শালবনী বিধানসভার চন্দ্রকোনা রোডে ধিক্কার মিছিল ও পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন।
এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সেবা করেন এবং পূণ্য স্নানে অংশগ্রহণ করেন।
এদিন একাধিক জায়গায় রাজ্য বিজেপির পক্ষ থেকে ‘চার্জশিট’ অর্থাৎ অভিযোগপত্র পেশ করা হয়। কৃষ্ণনগর উত্তরের চার্জশিট পেশ করেন রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।
সেই সঙ্গে আগামী ১৭ তারিখ মালদা ও সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আসার আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। আজ উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ একাধিক নেতৃবৃন্দের সাথে পুরাতন মালদা সাহাপুর শিব মন্দির এলাকায় সাধারণ মানুষের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন ।
কোচবিহার জেলা বিজেপি কার্যালয় এবং আলিপুরদুয়ার কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ তারিখ কী কী জনমুখী প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন সেই সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত