
হাফলং (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : চলে গেলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা বিজেপি নেতা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার। আজ মঙ্গলবার ভোররাতে গুয়াহাটির টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রয়াত বীরভদ্র হাগজার রেখে গেছেন স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ বহু গুণগ্রাহীকে।
উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি ঘটলে বীরভদ্র হাগজারকে গুয়াহাটির টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বীরভদ্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। মৃত্যুকালে বীরভদ্র হাগজার রেখে গেছেন স্ত্রী এক পুত্র ও দুই কন্যা।
বীরভদ্র হাগজার ছিলেন ডিমাসা কিংবদন্তি তথা হাফলং বিধানসভা কেন্দ্রের প্রথম বিধায়ক তথা মন্ত্রী জয়ভদ্র হাগজারের জ্যেষ্ঠ পুত্র। ২০১৬ সালে হাফলং বিধানসভা আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বীরভদ্র হাগজার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব