
জম্মু, ১৩ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বায় স্থানীয়দের সঙ্গে লোহরি উদযাপন করলেন বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা সেক্টরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফ জওয়ানরা লোহরি উদযাপন করেন। গ্রামবাসীদের সঙ্গে লোহরি উদযাপন করে খুশি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।
একজন বিএসএফ জওয়ান বলেন, গ্রামবাসীরা যখন আমাদের সঙ্গে দেখা করতে আসে, তখন আমরা খুব খুশি হই। এটা আমাদের নিজের পরিবারের মতো মনে হয়। অন্য এক বিএসএফ জওয়ান বলেন, গ্রামবাসীদের সঙ্গে লোহরি উদযাপন করতে পেরে আমরা খুব খুশি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ