বাংলাদেশে ‘উড়ে এসে জুড়ে বসা জিহাদি সরকারকে’ কটাক্ষ তসলিমার
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি. স. ) : “উড়ে এসে জুড়ে বসা জিহাদি সরকার যাকে পছন্দ হচ্ছে না, তাকেই সন্ত্রাসী পাঠিয়ে খুন করছে, নয়তো জেলে ঢোকাচ্ছে। জেলের ভেতর টুপটাপ মরছেও মানুষ। রোগশোকে মরছে, নাকি মেরে ফেলা হচ্ছে? অধিকাংশের ধারণা মেরে ফেলা হচ্ছে।” এভাব
তসলিমা নাসরিন


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি. স. ) : “উড়ে এসে জুড়ে বসা জিহাদি সরকার যাকে পছন্দ হচ্ছে না, তাকেই সন্ত্রাসী পাঠিয়ে খুন করছে, নয়তো জেলে ঢোকাচ্ছে। জেলের ভেতর টুপটাপ মরছেও মানুষ। রোগশোকে মরছে, নাকি মেরে ফেলা হচ্ছে? অধিকাংশের ধারণা মেরে ফেলা হচ্ছে।” এভাবেই সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন তসলিমা নাসরিন। মঙ্গলবার তাঁর বক্তব্যের সমর্থনে বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে।

তিনি লিখেছেন, ”সংগীত শিল্পী প্রলয় চাকীকেও জেলে নিক্ষেপ করা হয়েছে গত ১৬ই ডিসেম্বরে। কোনও মামলা ছিল না তাঁর বিরুদ্ধে। তাঁর অপরাধ একটিই, তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল ছিল বাংলাদেশে, সেটির প্রচুর সদস্য ছিল, সমর্থক ছিল। নির্বিচারে সবাইকে নিশ্চিহ্ন করে ফেলাই এখন জিহাদি সরকারের উদ্দেশ্য। অনেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু প্রলয় চাকী পালাতে চান নি। তিনি ভেবেছিলেন তিনি কোনও অন্যায় করেননি, তিনি পালাবেন কেন।

খুব সম্ভব নিজেরাই মেরে এখন প্রচার করছে যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন চাকী। যারা জেলে আছে, তাদের সবাইকে কি এক এক করে এরকমভাবে মেরে ফেলা হবে?

জেলের বাইরের মবসন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি। জেলের ভেতরের সন্ত্রাস কিন্তু দেখতে পাচ্ছি না। জেলের ভেতর কীভাবে হত্যাকাণ্ড চলে, তা জানতে চাই আমরা। জেলে যারা আছে, তারাও নাগরিক, তাদেরও নাগরিক অধিকার আছে বাঁচার এবং বিচারে পাওয়ার।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande