বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন পুলিশ-প্রশাসন ও আয়োজকদের
কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): আসন্ন কলকাতা বইমেলাকে কেন্দ্র করে মঙ্গলবার বিধাননগর পুলিশ, বইমেলা কর্তৃপক্ষ, বিধাননগর পুরসভা, কেএমডিএ, দমকলের প্রতিনিধিরা সল্টলেকের করুণাময়ী মোড় সংলগ্ন মেলার মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিধাননগরের পুলিশ সূত্রে জা
বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন পুলিশ-প্রশাসন ও আয়োজকদের


কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): আসন্ন কলকাতা বইমেলাকে কেন্দ্র করে মঙ্গলবার বিধাননগর পুলিশ, বইমেলা কর্তৃপক্ষ, বিধাননগর পুরসভা, কেএমডিএ, দমকলের প্রতিনিধিরা সল্টলেকের করুণাময়ী মোড় সংলগ্ন মেলার মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিধাননগরের পুলিশ সূত্রে জানা গেছে, বইমেলার সঙ্গে যুক্ত সকল কর্তৃপক্ষের সঙ্গে এ দিন বৈঠক করা হয়েছে। প্রস্তুতির সব দিক খতিয়ে দেখা হয়েছে। কার কতটা কাজ বাকি, সে সব নিয়ে আলোচনা হয়েছে। সিসি ক্যামেরা থেকে ট্র্যাফিক ব্যবস্থার পাশাপাশি অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে জোর দেওয়া হয়েছে। দমকলের ইঞ্জিনের পাশাপাশি স্টলগুলিতে অগ্নি নির্বাপণ যন্ত্র থাকবে। স্টলে যাঁরা থাকবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বেশি ভিড় হতে পারে ধরে নজরদারি থেকে সুরক্ষায় সুসংহত পুলিশি ব্যবস্থা বলবৎ করা হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ পথে চলাচল শুরুর পরে প্রথম বইমেলায় বাড়তে পারে ভিড়। সেই বিবেচনায় সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আয়োজকদের তরফে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande