বুথে বুথে নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপি-র
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স. ) : “রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে বুথে বুথে নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে বিজেপি। তারা চায়, রাজ্যের ৪২ হাজার বুথে আদৌ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কি না, তা নতুন করে সমীক্ষা করুক জাত
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স. ) : “রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে বুথে বুথে নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে বিজেপি। তারা চায়, রাজ্যের ৪২ হাজার বুথে আদৌ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কি না, তা নতুন করে সমীক্ষা করুক জাতীয় নির্বাচন কমিশন।” মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা বলেন দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

রাজ্যে নতুন করে সমীক্ষা করানোর আর্জি জানিয়েছে বিজেপি। সংবেদনশীল বুথগুলিতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিসিটিভি নজরদারি ও নিরপেক্ষ সমীক্ষার মাধ্যমে প্রকৃত পরিস্থিতি জানার আবেদন করা হয়।

মঙ্গলবার আদালতে শমীকবাবু জানান, সব বুথে ১০০ শতাংশ সুরক্ষা ও পর্যবেক্ষণ নিশ্চিত করতে জাতীয় নির্বাচন কমিশনকে সমীক্ষা করতে হবে। যে সংস্থা আগে সমীক্ষা করছিল তারা চলে গিয়েছে। নতুন করে সমীক্ষার জন্য এজেন্সি নিয়োগ করতে হবে।

কমিশন এসআইআর নিয়ে ব্যস্ত আছে। বুথের সমীক্ষা নিয়ে ম্যাকেনটোশ বার্ন ৬’মাস আগে ছেড়ে চলে গিয়েছে। রাজ্য যদি নতুন কোনও সংস্থাকে না নিয়ে আসতে পারে তাহলে কেন্দ্রীয় সরকার নতুন সংস্থাকে নিয়ে আসুক। কেন তারা চলে গেল সেটা জানা দরকার। বুথে বুথ পর্যবেক্ষক রেখে পর্যবেক্ষণ করাতে হবে।”

শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে নানা বিষয়ে আলোকপাত করেন। তৃণমূলের নানা অপচেষ্টার তীব্র প্রতিবাদ করেন তিনি।

এছাড়াও তিনি একাধিক সাংগঠনিক কর্মসূচিতে ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande