শৈত্যপ্রবাহে জবুথবু দিল্লি-এনসিআর, জারি হলুদ সতর্কতা
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): শৈত্যপ্রবাহে জবুথবু দিল্লি-এনসিআর। দিল্লির অনেক স্থানে মঙ্গলবারও শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে। ছিল ঘন কুয়াশার দাপট। আগামী ২৪ ঘণ্টাও শীতল আবহাওয়া বজায় থাকবে, পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের।। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শৈত্যপ্রবাহে জবুথবু দিল্লি, একিউআই উদ্বেগজনক স্তরে


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): শৈত্যপ্রবাহে জবুথবু দিল্লি-এনসিআর। দিল্লির অনেক স্থানে মঙ্গলবারও শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে। ছিল ঘন কুয়াশার দাপট। আগামী ২৪ ঘণ্টাও শীতল আবহাওয়া বজায় থাকবে, পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের।। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা ও দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, বিহার ও সিকিমে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দিল্লিতে বায়ুদূষণ কমছেই না, মঙ্গলবারও মাত্রাতিরিক্ত দূষণের কবলে ছিল জাতীয় রাজধানী। অক্ষরধাম এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০৫। আনন্দ বিহার এলাকাতেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০৫। যা খুবই উদ্বেগজনক পর্যায়ে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande