সমাজের দরিদ্র, অবহেলিতরা এখন পিছিয়ে পড়েছে : রমেশ চেন্নিথালা
তিরুবনন্তপুরম, ১৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা। মনরেগার নাম পরিবর্তন ইস্যুতে মঙ্গলবার তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রমেশ বলেন, সমাজের দরিদ্র, অবহেলিতরা এখন পিছিয়ে পড়েছে। তিনি বলেন, স
রমেশ চেন্নিথালা


তিরুবনন্তপুরম, ১৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা। মনরেগার নাম পরিবর্তন ইস্যুতে মঙ্গলবার তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রমেশ বলেন, সমাজের দরিদ্র, অবহেলিতরা এখন পিছিয়ে পড়েছে। তিনি বলেন, সরকার এই কর্মসূচি (মনরেগা) শেষ করেছে। সমাজের দরিদ্র, অবহেলিত ও প্রান্তিকরা সম্পূর্ণরূপে পিছিয়ে পড়েছে। সমাজের এই অংশগুলি এখন দুর্দশার মধ্যে রয়েছে। এখন, ভারত সরকারের একটি আইনের মাধ্যমে, এই কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। আমরা অনুরোধ করছি, মহাত্মা গান্ধীর নাম পুনরুদ্ধার করা হোক এবং এই আইনের পূর্বের অবস্থান পুনরুদ্ধার করা হোক। সেই কারণেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি।

কংগ্রেস নেতা ভিডি সতীশন বলেছেন, দিল্লির বিজেপি সরকার মনরেগা প্রকল্পকে শেষ করার চেষ্টা করছে। পরিবর্তনশীল ইতিহাসের অংশ হিসেবে, তাঁরা মহাত্মা গান্ধীর নাম (এই প্রকল্প থেকে) মুছে ফেলার চেষ্টা করছে। এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে এবং আইন নিজেই বলে যে, রাজ্য সরকারকে এই প্রকল্পে অংশগ্রহণ করতে হবে। মোদী সরকার কি এই কর্মসূচিকে সমর্থন করার চেষ্টা করছে, নাকি এটিকে বেলাইন করার চেষ্টা করছে? আমরা সারা দেশে আন্দোলন করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande