
কোচবিহার, ১৩ জানুয়ারি (হি.স.): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় মৃতের তালিকায় নাম থাকা দশ জনকে মঞ্চে হাজির করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে বিশেষভাবে তৈরি র্যাম্প দিয়ে হাঁটতে হাঁটতে কর্মী-সমর্থকদের অভিবাদন জানান অভিষেক। তার পরই একে একে মঞ্চে ডেকে নেন সেই ১০ জন বাসিন্দাকে, যাঁদের নাম এসআইআর প্রক্রিয়ায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে। মঞ্চে দাঁড় করিয়ে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা জীবিত, তাঁদের কীভাবে মৃত ঘোষণা করা হল? এটাই কি গণতন্ত্র? অভিষেক বলেন, ওঁদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কী মনে হচ্ছে আপনাদের ওঁরা মৃত? ওঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এসআইআর ঘোষণা হওয়ার পরে রাজ্যে ৭৮ জন মারা গিয়েছেন বলে কোচবিহারের সভামঞ্চে থেকে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি জানান, এখানে এমন চারটি পরিবারের সদস্যেরা উপস্থিত হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ