
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসের মহড়া ও নিরাপত্তার কারণে বন্ধ থাকছে দিল্লির আকাশপথ। আগামী ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা। এর জেরে প্রায় ৬০০-র বেশি ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। যার সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের উপর। বিশেষ করে যাঁরা দিল্লি হয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁদের কানেক্টিং ফ্লাইট মিস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিমান সংস্থাগুলি ইতিমধ্যেই তড়িঘড়ি যাত্রীদের টাকা ফেরত বা অন্য বিমানে আসন দেওয়ার চেষ্টা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ