ইডি-র অভিযানের সময় মমতা যা করেছেন, তা লজ্জাজনক : দিলীপ ঘোষ
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): আইপ্যাকের দফতরে ইডি-র অভিযানে বাধাদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ইডি-র অভিযানের সময় মমতা যা করেছেন, তা লজ্জাজনক। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ বলেন, ইডি
দিলীপ ঘোষ


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): আইপ্যাকের দফতরে ইডি-র অভিযানে বাধাদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ইডি-র অভিযানের সময় মমতা যা করেছেন, তা লজ্জাজনক। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ বলেন, ইডি-র অভিযানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা অত্যন্ত লজ্জাজনক। মমতা বন্দ্যোপাধ্যায় কেবল অপরাধই করেননি, তার সঙ্গে আসা পুলিশ এবং প্রশাসনিক অধিকারিকরাও সমানভাবে দায়ী। যদি তিনি দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বরং দলীয় নেতা হিসেবে সেখানে গিয়েছিলেন, তাহলে কেন সমস্ত আধিকারিক তাঁর সঙ্গে ছিলেন? সকলের বিরুদ্ধে চার্জশিট জারি করা উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande