
কলকাতা, ১৩ জানুয়ারি ( হি. স.) : অবশেষে গ্রেফতার হল রাজ্যের মাদক চক্রের অন্যতম পান্ডা এনারুল শেখ। কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে মালদা পুলিশের বিশেষ তদন্তকারী দল। মঙ্গলবার মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার উৎপাদন ও সারা দেশে তা বাজারজাত করার মূল চক্রী ছিল এনারুল।পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে ইতিমধ্যেই হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল। তার খোঁজে বহুদিন ধরেই নজরদারি চলছিল। অভিযানে তার কাকা ভবলু ওরফে শওকত শেখকেও গ্রেফতার করা হয়েছে।তদন্তে পুলিশ জানতে পেরেছে, মনিপুর, অসমসহ উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল আনা হতো। এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে ব্রাউন সুগার তৈরি করা হত। সেই মাদক এজেন্টদের মাধ্যমে বিহার, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হতো। কালিয়াচক এলাকায় একাধিক গ্যাংওয়ারেও এনারুল ও তার দলবলের নাম জড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশের আরও দাবি, মাদক কারবারের অর্থ বিভিন্ন প্রোমোটিং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে এবং ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এনারুলের সঙ্গে বাংলাদেশি যোগসূত্র ও সমাজের প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের আশা, জেরায় মাদক চক্র সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়