৮ বিশ্বকাপজয়ী হিলি অবসর নিলেন
সিডনি, ১৩ জানুয়ারি (হি.স.): অনেক সাফল্য ও রেকর্ডকে সঙ্গী করে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ৮ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান তারকা অ্যালিসা হিলি। আগামী ফেব্রুয়ারি-মার্চে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানছেন হিলি
৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিলি অবসর নিলেন


সিডনি, ১৩ জানুয়ারি (হি.স.): অনেক সাফল্য ও রেকর্ডকে সঙ্গী করে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ৮ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান তারকা অ্যালিসা হিলি।

আগামী ফেব্রুয়ারি-মার্চে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানছেন হিলি। আড়াই মাস আগে তার ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে সেমি-ফাইনাল হেরে। চার বছর পরের বিশ্বকাপে তিনি আর থাকছেন না। তবে পাঁচ মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেলেই বিদায় বলবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ৩৫ বছর বয়সী তারকা থেমে যাচ্ছেন আগেই।

অস্ট্রেলিয়ার হয়ে ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি-টোয়েন্টি খেলেছেন হিলি। জিতেছে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ। উইকেটের সামনে ও পেছনে গড়েছেন অনেক রেকর্ড। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন দুই দফায়, অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী ক্রিকেটারও হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande