
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): ইরানে অস্থিরতার প্রেক্ষিতে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য স্থগিত রেখেছে ভারত, বাণিজ্য মন্ত্রকের একটি বিবৃতির ছবি দিয়ে পাকিস্তানের কিছু সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এমন দাবি করা হচ্ছিল। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক শাখা জানিয়ে দিল, এই বিবৃতির ছবি এবং এমন দাবি সম্পূর্ণ ভুয়ো। পিআইবি বলেছে, পাকিস্তান থেকে ভুয়ো প্রচার চালানোর লক্ষ্যে জাল বিবৃতির ছবি ছড়ানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ