আপডেট...প্ৰয়াত অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা বিজেপি নেতা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার
হাফলং (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : চলে গেলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা বিজেপি নেতা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার। সোমবার মধ্যরাত ১১-টা ৫৫ মিনিটে গুয়াহাটির টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে
বিজেপি নেতা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার (ফাইল ফটো)


হাফলং (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : চলে গেলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা বিজেপি নেতা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার। সোমবার মধ্যরাত ১১-টা ৫৫ মিনিটে গুয়াহাটির টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রয়াত বীরভদ্র হাগজার রেখে গেছেন স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ বহু গুণগ্রাহীকে।

উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি ঘটলে গতকাল সোমবার বীরভদ্র হাগজারকে গুয়াহাটির টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে নিয়ে ভরতি করা হয়্ছেিল। পরে তাঁকে ভরতি করা হয় আইসিইউতে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে এদিনই মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বীরভদ্র হাগজার ছিলেন ডিমা হাসাও জেলা সহ অসমের বিভিন্ন প্ৰান্তে বসবাসকারী ডিমাসা সমাজের অন্যতম কিংবদন্তি তথা হাফলং বিধানসভা কেন্দ্রের প্রথম বিধায়ক তথা মন্ত্রী জয়ভদ্র হাগজারের জ্যেষ্ঠ পুত্র। ২০১৬ সালে হাফলং বিধানসভা আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বীরভদ্র হাগজার।

প্ৰাক্তন বিধায়ক তথা ডিমা হাসাও জেলা বিজেপির প্ৰাক্তন সভাপতি বীরভদ্ৰ হাগাজারের পরলোকপ্ৰাপ্তিতে মৰ্মাহত দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া সহ দলীয় কার্যকর্তারা। প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করেছে দলের প্রদেশ কমিটি।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande