গঙ্গাসাগর মেলার ভিড় সামাল দিতে ট্রেন পরিষেবা বাড়াল শিয়ালদহ ডিভিশন, যুক্ত হল ৪টি বিশেষ ট্রেন
কলকাতা, ১৩ জানুয়ারি ( হি. স.) : গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক পূণ্যার্থীর যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেন পরিষেবা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যাত্রী চাপের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করে আগে নির্ধারিত
পূর্ব রেল


কলকাতা, ১৩ জানুয়ারি ( হি. স.) : গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক পূণ্যার্থীর যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেন পরিষেবা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যাত্রী চাপের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করে আগে নির্ধারিত ২৩টি ট্রেনের পাশাপাশি চাহিদার ভিত্তিতে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর ফলে গঙ্গাসাগর অভিমুখে মোট ট্রেন পরিষেবার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭টি। রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ট্রেনে গড়ে আড়াই হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করছেন।মঙ্গলবার চালু হওয়া অতিরিক্ত ট্রেনগুলির মধ্যে রয়েছে ৩৪৭২২, ৩৪৭২৬, ৩৪৭৩০ ও ৩৪৭৩৬ নম্বর শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল, যেগুলি নামখানা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। ফলে নামখানা ও কাকদ্বীপগামী পূণ্যার্থীদের যাতায়াতে বিশেষ সুবিধা মিলবে বলে রেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। মঙ্গলবার শিয়ালদহের সিনিয়র আর ডি সি এম জশরাম মিনা জানান, পূণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রিয়েল-টাইম ভিত্তিতে ট্রেন সংখ্যা বাড়ানো হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়েছে এবং এম-ইউটিএস টিকিট ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। যাত্রীদের সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য বিশেষ হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। নিরাপত্তা ও সহায়তার জন্য আরপিএফ ও বাণিজ্য বিভাগের কর্মীরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি শিয়ালদহ, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে পরিচ্ছন্নতা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande